দ্বিতীয় দফায় করোনা পজিটিভ ম্যাজিস্ট্রেট সারওয়ারের – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

দ্বিতীয় দফায় করোনা পজিটিভ ম্যাজিস্ট্রেট সারওয়ারের

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২২, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ

দ্বিতীয় দফায় শারীরিক নমুনা পরীক্ষার ফলাফলেও করোনা পজিটিভ এসেছে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের। তার শারীরিক অবস্থারও কিছুটা অবনতি হয়েছে। শরীরে ব্যথা, কাশি থাকলেও জ্বর বা শ্বাসকষ্ট নেই সোমবার এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। এসময় তিনি দেশের মানুষের কাছে দোয়া চান। সারওয়ার আলম সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তার স্ত্রী সানজিদা লিন্ডা করোনা মুক্ত হয়েছেন।

সারওয়ার আলম বলেন, ‘গত বৃহস্পতিবার আবারও করোনার ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে দ্বিতীয় টেস্টেও পজেটিভ এলো। শরীরে ব্যথা, কাঁশি আছে। তবে জ্বর বা শ্বাসকষ্ট নেই।’হাসপাতালে ভর্তি হবেন কিনা জানতে চাইলে সারওয়ার বলেন, ‘না। বাসাতেই চিকিৎসা নিচ্ছি। ‘সন্তানরা কেমন আছে জানতে চাইলে তিনি বলেন, ‘ওরা এখন পর্যন্ত ভালো আছে।’ এসময় সারওয়ার তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চান। এর আগে গত ১২ জুন রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় র‍্যাবের এই কর্মকর্তার। তবে পরদিন সকালে সেটি ঠিক হয়ে যায়।

এলিট ফোর্স র‍্যাবে যোগদানের পর থেকে তার মতো মেধাবী ও সৎ অফিসার খুব সময়ে দেশজুড়ে পরিচিতি পান সারওয়ার আলম। আলোচিত ক্যাসিনো অভিযান ছাড়াও ঢাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পকারখানা এবং খাবারের দোকানে অভিযান পরিচালনা করেন তিনি। বিশেষ করে, ভেজাল খাদ্য, নকল কসমেটিকস, অবৈধ হাসপাতাল পরিচালনা, মাদক বিরোধী অভিযানে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। গত ৬ জুন রাতে করোনা শনাক্তের বিষয়ে জানতে পারেন সারওয়ার আলম। এরপর থেকে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তার আগে সারওয়ারের স্ত্রী সানজিদা লিন্ডা করোনা আক্রান্ত হন। তবে সম্প্রতি তিনি সুস্থ হয়ে উঠেছেন।

error: Content is protected !!