শ্যামনগর প্রতিনিধি।। সারাদেশে পালাক্রমে ধর্ষণ ও অবাধ নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে এবং এর সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবীতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর উপজেলার নারী সংগঠন নকশিকাঁথা ও জলবায়ু পরিষদের উদ্যোগে ০৭ অক্টোবর বুধবার বেলা ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নকশিকাঁথা’র পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি,
সিএসআরএল এর ফিল্ড কর্মকর্তা পীযূষ বাউলিয়া পিন্টু’র সঞ্চালনায় উক্ত মানববন্ধনে ধর্ষকদের কঠোর শাস্তির দাবী জানিয়ে শপথ বাক্য পাঠ করান শ্যামনগর জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান শাহানা হামিদ। মানববন্ধন অনুষ্ঠিত বিভিন্ন স্কুল,কলেজ ছাত্র-ছাত্রী নকশিকাঁথা ও জলবায়ু পরিষদের সদস্য অংশগ্রহণ করে।
ধর্ষকদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে শপথ বাক্য বলেন, সকল প্রকার সহিংসতার প্রতিবাদ করব, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সহযোগিতা ভূমিকা পালন করবো, নির্যাতকের জাতি বা ধর্ম নেই নির্যাতকের পক্ষ নিব না কোনো ভাবে, ভিকটিমের সুবিচারের জন্য সবাই মিলে কাজ করব, নির্যাতনের অরণ্য আইন সহয়তা সম্পর্কে সকলকে অবহিত করব, পরিবারের আচার আচারণের দিকে খেয়াল রাখবো,আমার সন্তান ইন্টারনেটে থেকে ভুল শিক্ষা নিচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখব।