ধূরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসায় নবীন বরণ ও ২০২১ সালের  পরীক্ষার্থিনীদের  বিদায় অনুষ্ঠিত হয় – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

ধূরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসায় নবীন বরণ ও ২০২১ সালের  পরীক্ষার্থিনীদের  বিদায় অনুষ্ঠিত হয়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১১, ২০২১

রাজশাহীর মোহনপুর  উপজেলার ধূরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসায় ২০২১ সালের পরীক্ষার্থিনীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময়  মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।  আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আক্কাস আলী সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব  মোঃ ওয়াজেদ আলী শাহ সভাপতি  ১নম্বর ধূরইল আওয়ামীলীগ।
 অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুপারিটেনডেন্ট মাওলানা মোঃ নূরুজ্জামান  ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস‌্য মোঃ মুনতাজ আলী সরকার ও সদস্য মামুন সরকার, বিদায়ী ছাত্রী মোছাঃ রিয়া খাতুন। আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী শিক্ষক ও কর্মচারী বৃন্দ।এছাড়া ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীদের বরণ করে নেয় মাদ্রাসার কর্তৃপক্ষ। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন সহকারী জুনিয়ার শিক্ষক মোঃ মুসাদ আলী।
error: Content is protected !!