নবনির্বাচিত গদখালী ইউপি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা দিলো এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয় – magurarkotha.com

নবনির্বাচিত গদখালী ইউপি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা দিলো এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৬, ২০২১

যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও এফজেইউবি (বেনেয়ালী) মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহাজান আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার সকালে এফজেইউবি (বেনেয়ালী) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষকের রুমে চেয়ারম্যান মোঃ শাহাজান আলীকে হাতে ফুলের তোড়া ও গলায় মালা দিয়ে শুভেচ্ছা জানান, এফজেইউবি (বেনেয়ালী) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার নাথ, সহকারী প্রধান শিক্ষক ইমদাদুল হক, সহকারী শিক্ষক মমতাজ শিরিন, তাসলিমা খাতুন, ফরিদা পারভীন দীপা, রফিকুল ইসলাম, মোক্তাদি বিল্লাহ, গোলাম মোস্তফা, নাজমা পারভীন, ফরিদা আক্তার বানু, এম.এম.নবী, সুব্রত কুমার মল্লিক, রাজু আহমেদ, মেজবাহুল ইসলাম প্রমুখ।

error: Content is protected !!