নবনির্বাচিত জেলা সহসভাপতি অরবিন্দ মণ্ডলকে ৬নং কয়রা যুব কমিটির সংবর্ধনা – magurarkotha.com

নবনির্বাচিত জেলা সহসভাপতি অরবিন্দ মণ্ডলকে ৬নং কয়রা যুব কমিটির সংবর্ধনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৭, ২০২২

কয়রা শাকবাড়ীয়া স্কুল এণ্ড কলেজের সহ-শিক্ষক, সাংবাদিক অরবিন্দ কুমার মণ্ডল বাংলাদেশ যুব ঐক্য পরিষদের খুলনা জেলা শাখার সহসভাপতি নির্বাচিত হওয়ায় ৬নং কয়রা যুব কমিটির আয়োজনে সম্বর্দ্ধনা দেওয়া হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারী রাত ৯ টায় ৬নং কয়রা গড়িয়াবাড়ী লঞ্চঘাট বাজারে বিশিষ্ট সমাজসেবক গোষ্ঠ বিহারী রায়ের সভাপতিত্বে ও জেলা যুব ঐক্য পরিষদের নবনির্বাচিত সদস্য উজ্জ্বল কুমার মণ্ডলের সঞ্চালনায় উক্ত সম্বর্দ্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং কয়রা কাশিয়াবাদ পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ মোঃ আবুল কাইউম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাকবাড়ীয়া বনটহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ নূর মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য চঞ্চল রায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপজেলা যুব ঐক্য পরিষদের সহসভাপতি অসিত বরণ মণ্ডল, সহশিক্ষক সুব্রত মিস্ত্রী, ডাঃ শ্যামল মণ্ডল, ৬নং কয়রা গড়িয়াবাড়ী লঞ্চঘাট বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, হারুন অর রশিদ তপন মণ্ডল, স্বপন গাইন, লতিফুর রহমান, প্রশান্ত মণ্ডল, নিশিকান্ত গাইন, বিশ্বজিৎ গাইন, খোকন মোল্যা, শ্যামল গাইন, সুব্রত মণ্ডল, মিঠুন গাইন সহ বাজারের ব্যাবসায়ী ও ৬ নং কয়রা যুব কমিটির সদস্যবৃন্দ।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ০৭/০২/২২ ইং।

error: Content is protected !!