মাছের পোনা অবমুক্ত, শোভাযাত্রা, আলোচনাসভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মাগুরার মহম্মদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এটা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’— এই প্রতিপাদ্যে অদ্য বুধবার (৩১ জুলাই) বিকেলে মহম্মদপুর উপজেলা পরিষদ পুকুরের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা-২ আসনের মাননীয় সাংসদ সাবেক সফল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জননেতা ড.শ্রী বীরেন সিকদার এমপি। পরে পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা-২ আসনের মাননীয় সাংসদ ড.শ্রী বীরেন শিকদার এমপি ।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব পলাশ মন্ডলের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ আব্দুল মান্নান, সহকারি কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো:বোরহান উল ইসলাম,ভাইস চেয়ারম্যান মো:ঈদুল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামিমা হাসান, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোছাঃ ফেরদৌসি আরা প্রমূখ।
অনুষ্ঠান টি সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।
আলোচনাসভা শেষে তিনজন সফল মৎস্য চাষির হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
আলোচনাসভায় বক্তারা বলেন, অবৈধভাবে মাছ শিকারের কারণে দেশীয় প্রজাতির মাছ হুমকির মুখে পড়েছে। অবৈধ উপায়ে মাছ শিকার বন্ধ করতে হবে। এজন্য অভিযান চালানোর পাশপশি আইনের প্রয়োগ করতে হবে।