পদ্মপুকুর ইউনিয়ন বি কে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
এই খেলায় মেহেদী ও সুমাইয়া ফিস ৬ রানে জয়লাভ করে,,৷ মেহেদী ও সুমাইয়া ফিস টসে জিতে প্রথমে ব্যাট করে ৮০ রানে অলআউট হয়,জবাবে মায়ের দোয়া গ্রুপ ৭৪ রানে অলআউট হয়,ম্যাচ সেরা হয় গড়কুমারপুরের মনির।