নিজস্ব প্রতিবেদক ঃআগামীকাল শুক্রবার থেকে শুরু হবে পূর্ণাঙ্গ জোনাল অফিসের কার্যক্রম। এই অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন একজন ডিজিএম।বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবির মিটিংয়ে আজ শ্যামনগর সাব জোনাল অফিসকে পূর্ণাঙ্গ জোনাল অফিসে উন্নীতকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বিদ্যুৎ সেবা নিশ্চিত করার জন্য এখানে একটি পিকআপ সহ আনুষঙ্গিক সমস্ত বৈদ্যুতিক উপকরণ জোনাল অফিসে থাকবে।
সূত্র জানায়, ইতিমধ্যেই নুরনগর, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নে তিনটি অভিযোগ কেন্দ্র স্থাপিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা শতভাগ বিদ্যুতায়ন ইতিমধ্যেই শ্যামনগর উপজেলায় সম্পন্ন হয়েছে। শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। বর্তমানে শ্যামনগরে ৮৮ হাজার বৈদ্যুতিক গ্রাহক পূর্ণাঙ্গ বৈদ্যুতিক সুবিধা পাচ্ছেন।সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্যামনগর সাব-জোনাল অফিসটি পূর্ণাঙ্গ জোনাল অফিসে উন্নীতকরণের প্রস্তাব অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জগলুল হায়দার এমপি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যানকে শ্যামনগর উপজেলাবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।