পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু – magurarkotha.com

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৫, ২০২১

ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে ওই সময় মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে তিনটি ফেরি। এছাড়া উভয় পাড়ে আরো ১২টি ফেরি আটকে রাখা হয়। উভয় পাড়ে আটকে পড়ে কয়েক শ’ যানবাহন। পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা পড়েন দুর্ভোগে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, মধ্যরাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে ভোর ৬টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ পদ্মায় আটকে পড়ে তিনটি ফেরি। এছাড়া ছোটবড় মিলে আরো ১২টি ফেরিকে উভয় ঘাটে আটকে রাখা হয়।

ফেরি বন্ধ হয়ে পড়ায় পাটুরিয়া ঘাটে আটকে পড়ে কয়েক শ’ যানবাহন। এর মধ্যে শতাধিক নৈশ কোচ, দেড়শ প্রাইভেটকার-মাইক্রোবাস ও চার শতাধিক পণ্যবাহী ট্রাক।

সকাল সাড়ে ৮টায় কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে ওই কর্মকর্তা জানান। তবে আটকে পড়া যানবাহন পারাপারে দুপুর হয়ে যাবে বলে তিনি জানান। সূত্র : ইউএনবি

error: Content is protected !!