দেশীয় রাইড শেয়ারিং ও ডিজিটাল সেবার প্ল্যাটফর্ম পাঠাও তাদের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ফাহিম আহমেদের নাম ঘোষণা করেছে। ফাহিম ২০১৮ সালে চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে পাঠাওয়ে যোগদান করেছিলেন।
সিইও হিসেবে নিয়োগ পাওয়ার মাধ্যমে তিনি পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ ইলিয়াসের স্থলাভিষিক্ত হলেন। পাঠাওয়ের নতুন এমডি ফাহিম আহমেদ ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে প্রেসিডেন্ট হিসেবে কোম্পানির দৈনন্দিন কার্যক্রম, ডিজিটাল সেবা, ব্যবসা কৌশল নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে আসছিলেন।
এদিকে, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে এই পরিবর্তন তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পাঠাও।