কেশবপুরে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ লাভ করেছেন। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাঁকে উক্ত সম্মাননা প্রদান করেছেন।
ইতিপূর্বে গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু পাঁজিয়া ইউনিয়নের শ্রেষ্ঠ সন্তান নির্বাচিত হয়েছিলেন। এদিকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ লাভ করায় শুক্রবার সন্ধ্যায় পৌর মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান তাঁকে
অভিনন্দন জানান।