১৭ বোতল ফেন্সিডিল বিক্রির সময় সহযোগীসহ পুলিশের হাতে আবার গ্রেফতার হয়েছে আশাশুনির কুখ্যাত মাদক ব্যবসায়ী এরশাদ হোসেন (৩৪)। এ নিয়ে সে কমপক্ষে চারবার ধরা খেলো। সে শোভনালী ইউনিয়নের বসুখালী গ্রামের এলেম বক্স গাজীর ছেলে। আটক সহযোগী দেবহাটা উপজেলার সখীপুর গ্রামের নওশের আলী সরদারের ছেলে কবির হোসেন ওরফে বিল্টু (৩০)। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে আশশুনি থানা অফিসার ইনচার্জ মো. গোলাম কবিরের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বসুখালী গ্রামের তালতলা মোড় এলাকা থেকে হাতেনাতে এ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে অন্যতম নেতৃত্বদানকারী এএসআই মাহাবুব হাসান জানান- এরশাদকে ধরতে এএসআই পূর্ণানন্দ হরি, এএসআই দেবাশিষ মন্ডল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় বসুখালী গ্রামের বিভিন্ন পয়েন্টে একাধিক ফঁাদ পাতা হয়। সর্বশেষ ক্রেতা সেজে তালতলা মোড় এলাকা থেকে ১৭ বোতল ফেন্সিডিলসহ এরশাদ ও বিল্টুকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধরা পড়ার পর এরশাদ আলামত নষ্টের চেষ্টা চালায়। তার বিরুদ্ধে আশাশুনি থানায় এর আগে একাধিক মামলা রেকর্ড করা হয়েছে। এই সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় ১৪(১২)/২০২০ নং একটি মামলা রুজু করা হয়েছে। শুক্রবার আসামীদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ##