বধূবেশে নজর কাড়লেন রোজিনা – magurarkotha.com

বধূবেশে নজর কাড়লেন রোজিনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৬, ২০২১

লাল রঙের লেহেঙ্গায় নব বধূবেশে ক্যামেরাবন্দী হয়েছেন এক যুবতী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো ছবিটি এখন ভাইরাল। নব বধূবেশে এই যুবতী কে? ভালো করে খেয়াল করলেই বোঝা যায়, এই রমণী কোনো যুবতী নন, আশির দশকের ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা রোজিনা।

৬৬ বছর বয়সে বধূ সেজে তাক লাগিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। কোনো নাটক বা সিনেমার জন্য রোজিনার এমন সাজ নয়। কোরিওগ্রাফার তানজিল জনির আয়োজনে একটি ফটোশুটের জন্য এমনভাবে ক্যামেরাবন্দী হয়েছেন রোজিনা। এ বিষয়ে তিনি বলেন, ‘নতুন রূপে নিজেকে দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে, আমি সেই আশির দশকে চলে গিয়েছি।’ আনজারার পোশাক, ইসমান নিলয়ের মেকআপে ছবিগুলো তুলেছেন থাপা সাহা।

কোরিওগ্রাফার তানজিল জনি এর আগে হিরো আলম, অপু, প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেকের লুক পরিবর্তন করে সোশ্যাল মিডিয়ায় আলোচিত হন। তবে এবার রোজিনার কাজটি করার পর সবার কাছ থেকে অন্যরকম সাড়া পেয়েছেন বলে জানান জনি। জানালেন সামনেও এ ধরনের কাজের ইচ্ছা রয়েছে।

error: Content is protected !!