২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে মাগুরা মহম্মদপুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ।
শনিবার (২৬ মার্চ) সকাল উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, সকল রাজনৈতিক, সামাজিক, ও সাংস্কৃতিক সংগঠন।
এসময় শ্রদ্ধা নিবেদন করেন, মহম্মদপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মহম্মদপুর থানা, সদর আওয়ামী লীগ, মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটি, মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মটর চালক লীগ, মৎস্যজীবী লীগ, সাব রেজিস্ট্রার-এর কার্যালয়, আমিনুর রহমান কলেজ, সরকারি আরএসকে স্কুল, উপজেলা আবাসিক প্রকৌশলী দপ্তর,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস, উপজেলা সরকারি কর্মজীবী কল্যাণ পরিষদ, আনসার ভিডিপি অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
মহম্মদপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মহম্মদপুর থানার পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনী ও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ প্যারেড ও ডিসপ্লে প্রতিযোগিতা, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন এবং কবুতর উড্ডয়ন করা হয়। পরবর্তীতে প্যারেড ও ডিসপ্লে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। এসময় উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা নির্বাহী অফিসার রামাদন পাল , উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান,জনাব মোঃ ইকরাম হোসেন, অফিসার ইনচার্জ, মহম্মদপুর থানা, জনাব এ.বি.এম.এস. দোহা বিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত), মহম্মদপুর থানা, সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক মন্ডলী,বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন