বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা-২০২১ আগামী ২৬ নভেম্বর শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে।
বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক আ.ফ.ম মেসবাহ উদ্দিন জানান, সারাদেশের জেলা উপজেলা পর্যায়ে ৩০৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় বর্ষে সর্বমোট ৮৩ হাজার ১ শত ৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পুরুষ পরীক্ষার্থী ৫২ হাজার ৫ শত ২৬ জন এবং নারী ৩০ হাজার ৬ শত ৮ জন।
প্রতিবারের মতো এবারও, প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হবে।
এ পরীক্ষা শুধুমাত্র শুক্র ও শনিবার দিনগুলিতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হবে।