রাজশাহীর বাঘায় আসন্ন ২১ শে মার্চ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রচার মিছিল করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার ( ১৫ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা ছাত্রলীগের সদস্য জাহিদ হাসানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আশা প্রায় ৫০০ শতাধিক ছাত্রলীগ কর্মী এ প্রচার মিছিলে অংশগ্রহণ করে। “জয় বাংলা জয় বঙ্গবন্ধু ” স্লোগান দিতে দিতে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আগামী ২১ মার্চ বাঘা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও স্বার্থক করতে উপস্থিত নেতা কর্মীর উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আড়ানী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান নাইম, শাহদৌলা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা তাইফ উর রহমান জয়, মাহিন, আলামিন, আলী আজম বাবু, রবিন, স্বদেশ প্রমুখ।