সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দক্ষিণ তালপট্টি এলাকায় বাঘের আক্রমণে রেজাউল ইসলাম (২৯) নামের এক মৌয়াল নিহত হয়েছেন। এই একই এলাকায় তার বাবাও বাঘের আক্রমণে নিহত হন। মাত্র ৭ বছরের ব্যবধানে একই এলাকা থেকে বাঘে খেলো বাবা ও ছেলেকে।
২০১৪ সালে রেজাউল ইসলামের বাবা একই এলাকা থেকে বাঘের আক্রমণে নিহত হন।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক-এসিএফ এম এ হাসান জানান, রেজাউল ইসলামসহ কয়েকজন মৌয়াল গত সপ্তাহে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের উদ্দেশ্যে সুন্দরবনে যায়। ঈদের দিন শুক্রবার বিকেলে দক্ষিণ তালপট্টি এলাকায় মধু সংগ্রহকালে বাঘের আক্রমণের শিকার হন মৌয়াল রেজাউল।
তবে সংঘবদ্ধ প্রতিরোধে বাঘ মৌয়ালের মরদেহ নিয়ে যেতে পারেনি। রেজাউলের সাথে থাকা মৌয়ালরা মরদেহ উদ্ধার করে শনিবার দুপুরে লোকালয়ে এনেছে। দুপুরে গাবুরার বাড়িতে মরদেহ পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
রেজাউলের স্ত্রী মুর্শিদা খাতুন জানান, ২০১৪ সালে রেজাউলের বাবা গাবুরার চকবারা গ্রামের ইসলাম সরদারও একই এলাকায় বাঘের আক্রমণে নিহত হন। রেজাউল মুর্শিদা দম্পতি’র তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।