শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
রাজশাহীতে সাবেক স্ত্রীর মিথ্যা মামলায় জর্জরিত স্বামী যমুনা প্রতিদিনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর তানোর উপজেলায় আলু নিয়ে চরম বিপাকে কৃষক! রাজশাহী ট্রাক মালিক সমিতির সাবেক সভাপতির শাস্তির দাবিতে মানববন্ধন রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা গভর্নিং বডি অভিভাবক সদস্য নির্বাচন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কোরআন ও নগদ অর্থ বিতরণ রাজশাহীতে তাঁতি দলের ইফতার মাহফিল কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি রাজশাহীতে নারীর সঙ্গে প্রতারণা নগদ টাকাসহ ৬৫ ভরি স্বর্ণ চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার ভুয়া জমি রেজিষ্ট্রি দিতে গিয়ে প্রতারক আটক, মুচলেকায় ছাড়লেন ইউএনও মোহনপুরে ব্র্যাকের আয়োজনে নারীদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন রাজশাহীতে মনোরম পরিবেশে লুমিনাস প্রপার্টিজের ইফতার আয়োজন রাজশাহীর মোহনপুরে অর্ধগলিত লাশ উদ্ধার মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, হাত বোমা, পুলিশের টিয়ার শেল ও দেশীয় ধারালো অস্ত্র সহ অপরাধী গ্রেফতার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত হিটু শেখের ১৬৪ ধারায় স্বীকারোক্তি রাজশাহীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ  রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক অভিযানে ৫ কেজি হেরোইন-সহ গ্রেফতার – ২ রাজশাহীতে ১৬ কোটি টাকার সম্পদ ও ৪৫০ কোটি টাকা লেনদেন সাবেক প্রতিমন্ত্রীর রাবি নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগে বহিরাগত দুই যুবক গ্রেপ্তার রাজশাহী চারঘাট থানা পুলিশের অভিযানে মা’দক উদ্ধার, গ্রেপ্তার ৭
Notice :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps  

ব্রিজ কালর্ভাট বন্ধ করে মাছের ঘের সারা বছর পানি বন্দী ১০ গ্রামের হাজারও পরিবার

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি / ২৪৮ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ১:০৪ পূর্বাহ্ন

 

ব্রিজ, কালর্ভাটের মুখ বন্ধসহ ঘেরের অপরিকল্পিত বেঁড়িবাধের কারণে যশোরের কেশবপুরে ১০ গ্রামের হাজারও পরিবার সারা বছরই পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। পানিবন্দী এলাকার মানুষেরা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত্ম হয়ে পড়েছে। বসতবাড়িতে পানি ওঠার কারণে অনেক পরিবার বাড়ি ছেড়ে চলে গেছে। এসব এলাকার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠেছে ডিঙি নৌকা ও বাঁশের সাকো। জলাবদ্ধতার কারণে ভেঙে পড়েছে গ্রামীণ অবকাঠামো।
ভবদহ প্রকল্পের আওতায় পাঁজিয়া ও সুফলাকাটি ইউনিয়নের কালিচরণপুর, বাগডাঙ্গা, মনোহরনগর, বেতিখোলা, মাদারডাঙ্গা, নারায়নপুর, পাথরঘাটা, আড়ুয়া, ময়নাপুর, সানতলা ও গৃধরনগরসহ আশপাশের ১০/১২ গ্রামের হাজারও জনগণ বিগত ৭/৮ বছর ধরে পানিবন্দী জীবন যাপন করছে। এরমধ্যে বাগডাঙ্গা ও মনোহরনগর গ্রামের মানুষ সম্পূর্ণ পানিবন্দী। অতীতে এসব এলাকার মানুষ জমিতে চাষাবাদ ও খালবিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। ২০০০ সালের দিকে এলাকার প্রভাবশালীরা বিলগুলি দখল করে মাছের ঘের করেন। এসময় ঘের মালিকরা ব্রিজ, কালভার্টের মুখ ভরাটসহ অপরিকল্পিত বেঁড়িবাধ দিয়ে পানি নিষ্কাশন পথ বন্ধ করে ফেলে। এরপরও ঘের মালিকরা মাছ চাষের জন্যে শুষ্ক মওসুমে ভূগর্ভস্থ পানি তুলে বিল ভরাট করে। ফলে বর্ষাকালে যেনতেন বৃষ্টিতেই পানি মানুষের বসত বাড়িতে উঠে যায়। এলাকায় দেখা দেয় কৃত্রিম জলাবদ্ধতা। প্রায় সারা বছরই মানুষের বসতভিটায় পানি থাকায় এলাকার গ্রামীণ অবকাঠামো একেবারেই ভেঙে পড়েছে। তাই পানিবন্দী জনগণ পানির হাত থেকে রÿায় প্রতিটি বাড়িতে ডিঙি নৌকা ও বাঁশের সাকো নির্মাণ করে যাতায়াত করছে। খাদ্যাবাভাব দেখা দিয়েছে হতদরিদ্র পরিবারগুলোর মাঝে। বাগডাঙ্গা গ্রামের অনাথ বন্ধু সরকার, মিহির সরকার জানান, গত আশ্বিন মাস থেকে তাদের গ্রামের প্রতিটি মানুষের বাড়িতে জল। আজও জল নামেনি। এরপরও মনিরামপুর এলাকার ঘের মালিকদের পাশাপাশি পাঁজিয়া ও সুফলাকাটি ইউনিয়নের ঘের মালিকরা দিন রাত স্যালো মেশিন দিয়ে বিলের পানি নিষ্কাশন কার্যক্রম চালানোর ফলে দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে। বসতভিটার পানির কারণে নারায়নপুর গ্রামের ইজ্জেত আলী মোড়লসহ অনেক পরিবার বাড়ির মায়া ত্যাগ করে অন্যত্র চলে গেছেন। এলাকার নারী-পুরম্নষরা সারাদিন পানিতে চলাচলের কারণে জ্বর, সর্দি-কাশি, চুলকানিসহ নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত্ম হয়ে পড়েছে। ৫/৬ বছর ধরে কোন ফসল আবাদ হচ্ছে না। বিল সংলগ্ন এলাকার কৃষকরা দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলেও কার্যত কোন সুফল আসেনি। ২৭ বিল পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক বাবর আলী গোলদার বলেন, মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি চলছে। শ্রী নদী পলিতে ভরাট হয়ে গেছে। পানি নিষ্কাশন করতে গিয়ে ঘের মালিক আকবার আলীর নারায়নপুর বিলের ঘেরের বেঁড়ি ভেঙে নতুন করে পানি মানুষের বসতভিটায় উঠেগেছে। উপজেলা কৃষি কর্মকর্তা ঋুতুরাজ সরকার বলেন, জলাবদ্ধতার কারণে চলতি বোরো মওসুমে ভবদহ সংলগ্ন ১৬ বিলের সাড়ে ৩ হাজার হেক্টর জমি পতিত থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুন্সি আছাদুলস্নাহ বলেন, ভবদহ সংলগ্ন ২৭ বিলের পানি কাটাখালির স্স্নুইস গেট হয়ে ডায়ের খালের ৮ ব্যান্ড স্স্নুইস গেট দিয়ে শ্রী নদীতে নিষ্কাশন হয়ে থাকে। কিন্তু শ্রী নদী পালিতে ভরাট হওয়ার কারণে পানি সরছে না। ভবদহ প্রকল্পে শ্রী নদী অন্ত্মর্ভূক্ত আছে। ভবদহ প্রকল্প অনুমোদন না হলে এ সমস্যার সমাধান হবে না।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!