পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফহোসেন মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় ভাণ্ডারিয়া উপজেলার ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডে সি সি ক্যামেরা স্থাপনের স্বিদ্ধান্ত নেয়া হয়েছে৷
উপজেলা পরিষদের চেয়ারম্যান “মো. মিরাজুল ইসলামে” এর ব্যক্তিগত অর্থায়নে উপজেলার প্রতিটি ওয়ার্ডে এক সপ্তাহের মধ্যে এ সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান “মো. মিরাজুল ইসলাম”
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ননী গোপাল রায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, উপজেলা আ.লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকু রহমান টুলু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. সামসুদ্দিন হাওলাদার, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না। উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু ও উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার।
বক্তারা বলেন, এ সিসি ক্যামেরা স্থাপনে উপজেলার অপরাধ কমে আসবে এবং অপরাধীদের চিহ্নিত করতে সহায়ক হবে।