সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা,রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিয়রশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট( RELI) প্রজেক্ট কর্তৃক আজ ৮/২/২৩ ইং (বুধবার) মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৫নং ক্লাস্টারের আওতায় দক্ষিণ মৌশা গ্রাম সমিতির বিধবা,প্রতিবন্ধী সহায় সম্বলহীনদের মাঝে ৯০০০ করে ৩৪ জন কে এককালীন অনুদান প্রদান হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থাকেন জনাব তৌহিদুল ইসলাম ইমরুল, সভাপতি, মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটি,জনাব সুমন কুমার বিশ্বাস, সি ও ৫নং ক্লাস্টার মহম্মদপুর,মোঃ মাজেদুল ইসলাম,দপ্তর সম্পাদক, মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটি,মোঃ আনোয়ার হোসেন, সি এফ ৫নং ক্লাস্টার মহম্মদপুর,এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার সম্মানিও ব্যাক্তিবর্গ মাহাবুবুর রহমান সহ অনেকেই।