অনলাইন ডেস্ক:মাগুরার মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের একটি গ্রামে ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে ওই এলাকার বীরেন বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে টাকার প্রলোভন দেখিয়ে ওই শিশু শিক্ষার্থীকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করার অভিযোগ এনে গত মঙ্গলবার (১৩) রাতে মহম্মদপুর থানায় মামলা করেছেন ধর্ষিতার পিতা। মামলা নম্বর ১৪। ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিশু শিক্ষার্থীকে মাগুরা হাসপাতালে পাঠানো হয়েছে।
গত রোববার (১১ জুন) দুপুরে পার্শ্ববর্তী ব্র্যাক স্কুল থেকে বাড়ি ফেরার সময় স্থানীয় মৃত: যতিন বিশ্বাসের ছেলে বীরেন বিশ্বাস টাকার প্রলোভন দেখিয়ে তাকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার দুইদিন পর গত মঙ্গলবার (১৩ জুন) অসুস্থ্য হয়ে পড়লে ওই শিশুটি তার সৎ মায়ের কাছে ঘটনাটি জানায়।
গত মঙ্গলবার (১৩ জুন) রাতে ধর্ষিতার পিতা বাদি হয়ে বীরেন বিশ্বাসকে আসামি করে মহম্মদপুর থানায় ধর্ষণ মামলা রুজু করেন। মামলা নম্বর ১৪। বীরেন বিশ্বাসের স্ত্রী বছর খানের আগে মারা গেছেন। বাদী এবং আসামি-উভয় পক্ষই সনাতন ধর্মাবলম্বী। স্থানীয় একটি সূত্র বলছে, ওই মেয়ে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন।
ধর্ষণের শিকার ওই শিশুর পিতা জানান, ‘টাকার প্রলোভন দেখিয়ে আমার ছোট মেয়েকে বীরেন বিশ্বাস ধর্ষণ করেছে। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।’
মহম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেন বলেন, ‘এ বিষয়ে থানায় মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই মেয়েকে মাগুরা হাসপাতালে পাঠানো হয়েছে।সূত্র মহম্মদপুর প্রতিদিন ।