রাতের আধারে কৃষকের সেচপাম্প ( শ্যালো মেশিন) চুরি করেছে দুর্বৃত্তরা।মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ তায়জেল শেখ এর ধানক্ষেতে ব্যাহৃত সেচ পাম্প শ্যালো মেশিন চুরি নিয়ে যায় দুর্বৃত্তরা। তায়জেল শেখ বিনোদপুর ইউনিয়নের ভাবনপারা গ্রামের কিয়ামউদ্দিন শেখের ছেলে ।
তায়জেল শেখ বলেন প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে জমিতে সেচ দেওয়ার জন্য মাঠে যায়,কিন্তু সেখানে গিয়ে দেখতে পাই আমার মেশিন নাই, তালা ভাঙ্গা পরে আছে । তায়জেল শেখ আরো বলেন পূর্ব শত্রুতার জের ধরে এমনটি হতে পারে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় কৃষকরা জানান।