
মহম্মদপুরের মধুমতী নদীতে গোসল করতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিখোঁজ
মহম্মদপুর উপজেলার উত্তর আড়মাঝী খালেক মাস্টারের বাড়ির সামনের এলাকার মধুমতী নদীতে দিব্বো (২০) নামের এক কলেজ শিক্ষার্থী মধুমতী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। এলাকা বাসী কয়েক ঘন্টা চেষ্টা করার পরও উদ্ধার করতে পারে নাই।
দিব্বো নারকেলবাড়ীয়া গ্রামের হান্নান মিয়ার ছেলে। সে আড়মাঝী গ্রামে ফুফু বাড়ীতে বেড়াতে এসেছিল।
Reporter Name 


















