মহম্মদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
SMART EDU কর্তৃক আয়োজিত মহম্মদপুর উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী সালিমা হক মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ ইউনুস আলী সরদার এবং সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জায়েদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি.এম শওকত বিপ্লব রেজা (বিকো) এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রযু্ক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড.আশরাফুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রধান অছিউজ্জামান বুলবুল, কাজী সালিমা হক মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আরিফুজ্জামান রিংকু ও শহিদুজ্জামান।আরও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের প্রভাষক ইলিয়াস হোসাইন ও শাহরিয়ার সজিব।