মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।
মাগুরার মান্যবর জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি,উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল, থানা অফিসার ইনচার্জ মোঃ ইমরাম হোসেন, সকল বিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামীগের সভাপতি অ্যাডঃ আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, মহম্মদপুর সদর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি শেখ আব্দুল মান্নান প্রমুখ।অনুষ্ঠানে ৪৩ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার-কে জমির কবুলিয়ত হস্তান্তর করেন।