মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৫নং বালিদিয়া ইউনিয়ন এর হরেকৃষ্ণপুর গ্রামে ৪ দলীয় ভলিবল খেলার আয়োজন করা হয়।খেলাটির আয়োজক মোঃ আনারুল কবির, যমুনা ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান।আজ শুক্রবার একই দিনে খেলাটির উদ্বোধন ও ফাইনাল অনুষ্ঠিত হয়।এই খেলায় ৪ টি দল অংশ গ্রহন করেন। চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা দল এবং রানার্স-আপ হয়েছে নড়াইল সদর দল। চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসাবে পেয়েছে নগদ ৩০,০০০ টাকা এবং রানার্স-আপ দল পেয়েছে নগদ ২০,০০০ টাকা।
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন ৫নং বালিদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান মফিজ মিনা, বাংলাদেশ ছাত্রলীগ এর সহ সভাপতি মোঃ সৈকত,মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ফরিদুজ্জামান ফরিদ।
খেলাটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকেন মহম্মদপুর থানার আইন শৃঙ্খলা বাহিনী।