ইসলামী যুব আন্দোলন মাগুরা জেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে মার্চ শনিবার বেলা চারটায় আইএবি মিলনায়তন মাগুরায় এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি হাফেজ মাওলানা মোঃ ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় জেলা আওতাধীন তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা মোহাম্মদ জামিল হোসাইন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের প্রতিষ্ঠিত হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, বেকারত্বের অভিশাপে ও মাদকে সয়লাব যুব সমাজ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য ইসলামী যুব আন্দোলন কে এগিয়ে আসতে হবে।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, ইসলাম, দেশ ও মানবতার কাঙ্খিত মুক্তির লক্ষ্যে দেশের পাঁচ কোটি যুব সমাজের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। বাংলাদেশের শতকরা ৯০ ভাগ মুসলমান থাকা সত্বেও যুব সমাজের নৈতিক চরিত্র ধ্বংসের জন্য সরকার মদ্যপান বৈধতা দিয়ে আইন পাস করতে যাচ্ছে। যেটা এ দেশের যুবসমাজ কখনো মেনে নিতে পারে না। সরকারের পাশকৃত এই অবৈধ আইনের বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলন সর্বস্তরের যুবকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সেক্রেটারি হাফেজ মোঃ মনিরুজ্জামান, মাগুরা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নাজিরুল ইসলাম, ছাত্র ও যুব সম্পাদক এইচ এম আরাফাত হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সাধারন সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি আবদুর রহমান আল মাহফুজ সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।