অদ্য-১০.০০ ঘটিকায় পুলিশ অফিস মাগুরা,সম্মেলন কক্ষে নারী পুলিশ সদস্যগণের স্বাস্থ্য বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), পুলিশ সুপার, মাগুরা মহোদয় এ সময় তিনি নারী পুলিশ সদস্যগণের শারীরিক ও মানসিক সুস্থ থাকার বিষয়ে বক্তব্য প্রদান করেন।
অদ্য-১১.০০ ঘটিকায় আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ডিউটিতে মোতায়েন করা পুলিশ সদস্যদের অংশগ্রহণে মাগুরা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে ব্রিফিং প্যারেড হয়েছে। উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা,পিপিএম(বার),পুলিশ সুপার, মাগুরা মহোদয়।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ডিউটিতে মোতায়েন করা পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন—জনাব মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা; জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাগুরা; জনাব শুভ্র চৌধুরী, জেলা আনসার কম্যান্ড্যান্ট, মাগুর; জনাব মোঃ নাজিম উদ্দীন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),মাগুরা; ডিআইও-১, সকল থানার অফিসার ইনচার্জগণ, সকল অফিসার ও ফোর্সবৃন্দ।