গত ১৮/০৩/২০২৩ তারিখে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের মিঠাপুর লিচু বাগানে দু:স্থ মৌচাষী সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে লিচু ফুলের মধু আহরণ অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন যে, হাজরাপুরের লিচু সারা দেশে বিখ্যাত। এই লিচুর অন্যতম বৈশিষ্ট্য হলো এই লিচু মৌসুমের একদম শুরুতেই বাজারে আসে যা অন্যান্য জাতের লিচুর ক্ষেত্রে দেখা যায়না। এছাড়া, এই লিচু বেশ সুমিষ্ট হয় এবং বাণিজ্যিকভাবে বেশ লাভজনকও বটে।মধু চাষ অত্যন্ত লাভজনক হওয়ায় অনেক দু:স্থ কৃষক স্বাবলম্বী হওয়ার জন্য মাগুরায় মধু চাষ করছে। বিভিন্ন ফুল যেমন: সরিষা,লিচু,কালোজিরা ইত্যাদি ফুল হতে মধু সংগ্রহ করা হয়।মাগুরার দু:স্থ মৌচাষীদের মৌচাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করার জন্য সর্বদা তৎপর জেলা প্রশাসন,মাগুরা।