মাগুরা জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম সম্প্রতি গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের শহিদ রাজু আহমেদ এবং ১৪ সেপ্টেম্বর মোহাম্মদপুর উপজেলার শহিদ সুমন শেখ ও আহাদ আলীর বাড়িতে যান এবং তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
তিনি জানান, জেলা প্রশাসন সবসময় শহিদ পরিবারের পাশে আছে। বর্তমান সরকার শহিদ পরিবারগুলোর কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। ক্রমান্বয়ে তিনি সকল শহিদ পরিবারের কাছে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার, জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।