মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্ৰামের চরপাড়া ঈদগাহ সড়কে ফয়সাল নামে দশম শ্রেনীর এক ছাত্র মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে সাথে তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছে।
আজ ১৮ মার্চ ২০২২ শুক্রবার ১১টার দিকে মাগুরা শ্রীপুর সোনাতুন্দী সড়কের চরপাড়া ঈদগাহ ময়দানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মান্দার গাছের সাথে ধাক্কায় ফয়সাল নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।এবং
গুরুতর আহত আরো দু’জনকেই ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে ।
নিহত ফয়সাল শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামের নান্নুর ছেলে ও নাজির মেম্বারের ভাতিজা ।
গুরুতর আহত আদর একই উপজেলার দারিয়াপুর গ্রামের আনোয়ারের ছেলে অপর গুরুতর আহত রাকিব হোসেন সাচিলাপুর গ্রামের ছেলে।।।
৩ জন একই মোটর সাইকেলের আরোহী এবং ৩জন হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে জানাগেছে ।