আজ ১৫ মে ২০২৩ তারিখে জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের বিভিন্ন লিচু বাগান সরেজমিনে দর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাগান মালিকগণ।
হাজরাপুরের লিচুর অন্যতম বৈশিষ্ট্য হলো বাংলাদেশে যত ধরনের লিচু আছে তার মধ্যে এই লিচুই প্রথম বাজারে আসে মৌসুমের একদম শুরুতেই। গুণে ও মানে অনন্য এই লিচুর কদর রয়েছে সারাদেশেই।
এছাড়াও, সুমিষ্ট এই লিচুর পরিচর্যা করা হয় খুবই নিবিড়ভাবে এবং এতে মানবদেহের জন্য ক্ষতিকর কোন ওষুধ বা স্প্রে ব্যবহার করা হয়না ফলে এর স্বাদ থাকে অটুট।
লিচু কেনার জন্য সারাদেশ থেকে ব্যবসায়ীরা এই সময় মাগুরায় আসেন। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এবং পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে খুব সহজেই এই লিচু পাঠানো যাচ্ছে ঢাকাসহ সারাদেশে।
জেলা প্রশাসক বলেন যে, মাগুরার লিচু সারা দেশেই বিখ্যাত। মূলত “হাজরাপুরের লিচু” নামেই এটি সুপরিচিত। এ বছর মাগুরায় লিচুর বাম্পার ফলন হয়েছে। লিচু উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও, মাগুরার লিচুর এই পরিচিতি আরও ছড়িয়ে দিতে এবং দেশব্যাপী ব্রান্ডিং করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। তিনি সবাইকে মাগুরার এই বিখ্যাত লিচুর স্বাদ আস্বাদনের আমন্ত্রণ জানান।