মাগুরায় করোনা মোকাবেলার জন্য ১৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক ও সেনিটাইজার বিতরণ – magurarkotha.com

মাগুরায় করোনা মোকাবেলার জন্য ১৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক ও সেনিটাইজার বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২২

মাগুরায় করোনা মোকাবেলার জন্য ১৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক ও সেনিটাইজার বিতরণ করেছে জেলা পরিষদ।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে করোনা প্রতিরোধ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুন্ডু।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারি প্রকৌশলী শহিদুল আলম, অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, খন্দকার হায়াত আলীসহ অন্যরা।

এ সময় প্রতিষ্ঠান প্রধানগণ করোনা মোকাবেলাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে জেলা পরিষদের ভ‚মিকার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। তারা করোনা মেকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান।

করোনা সংক্রমন শুরু হওয়ার পর মাগুরা জেলা পরিষদের পক্ষ থেকে এ পর্যন্ত জেলায় অন্তত ৬০ লাখ টাকার করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জেলা পরিষদ সূত্র জানিয়েছে।

error: Content is protected !!