
মাগুরায় তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অর্থায়নে ঝিনাইদহ জোনের আয়োজনে একদিনের তুলা চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় মাগুরার শ্রীপুর ইউনিটের উদ্যোগে উপজেলার বরিশাট পশ্চিম- উত্তর পাড়া মাঠের কুমার নদের তীরে শ্রীপুর ইউনিট কর্মকর্তা মহানন্দ সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রধান কর্মকর্তা ড.মো আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শৈলেন্দ্র নাথ সাহা, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ।
কটন কানেক্ট প্রতিনিধি সোহেল রানা’র সঞ্চালনায় এ সময় শ্রীপুর কটন ইউনিটের অধিন বিভিন্ন গ্রামের ৩০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহন করেন।
Reporter Name 











