মাগুরায় ইঞ্জিন চালিত নসিমনের ধাক্কায় অগ্রণী ব্যাংক শ্রীপুর শাখার জুনিয়র অফিসার উজ্জ্বল হাসানের মৃত্যু হয়েছে। তিনি মাগুরা সদর উপজেলার বড় শোলই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উজ্জ্বল (৩৬) মোটরসাইকেল চালিয়ে নিজ কর্মস্থল শ্রীপুর থেকে মাগুরায় ফিরছিলেন। পথে মাগুরা-শ্রীপুর সড়কের গাংনালীয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা নসিমনের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক নসিমন চালককে আটকের চেষ্টা চলছে।
এদিকে মৃত্যুর খবর পেয়ে উজ্জ্বলের বাড়িতে ভিড় করছেন স্বজনরা। চারদিকে কান্নার রোল। কে কাকে সান্ত্বনা দেবে? এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। কিছুতেই কান্না থামছে না স্বজনদের। পরিবারের পাশাপাশি পুরো এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।