মাগুরায় সুপ্রভাত বাংলাদেশ আয়োজিত বিজয় দিবস বাস্কেটবল টূর্নামেন্টের ফাইনাল খেলায় গড়াই দল চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মধুমতি দলকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
খেলা শেষে সুপ্রভাত বাংলাদেশের সভাপতি ফারুক রেজা ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোল্যা আবু সাইদ, মাগুরা জেলা শিশু একাডেমি’র উপ পরিচালক আহমেদ আল হোসেন, জেলা পরিষদ সদস্য প্রভাষক আনিসুর রহমান খোকন, অগ্রণী ব্যাংক ভায়নার মোড় শাখার ব্যবস্থাপক আসাদুর রহমান সহ আরও অনেকে।
১৪ ডিসেম্বর ৪টি দল নিয়ে শুরু হওয়া এ বাস্কেটবল টূর্ণামেন্টের অপর দুটি দল নবগঙ্গা ও চিত্রা।