মাগুরা-ঢাকা মহাসড়কের কছুন্দি ছোট ব্রীজ নামক স্থানে ১২ অক্টোবর বুধবার দুপুরে দ্রুতগামী হানিফ পরিবহন ও একটি পিকাপ কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, ঢাকাগামী হানিফ পরিবহন খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে মাগুরা সদরের কছুন্দি ছোট ব্রীজ নামক স্থানে বুধবার দুপুরে বিপরীতমুখী পিকাপ কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে। ফলে পিকাপ কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়।
স্থানীয় জনতা আহতদের মাগুরা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক পিকাপ কাভার্ড ভ্যানের ড্রাইভার পিরোজপুর জেলার শেখপাড়া গ্রামের দুলাল শেখের ছেলে নজীব উদ্দিন শেখ বাবু (৩৩) কে মৃত বলে ঘোষনা করেন। আহত পিকাপ কাভার্ড ভ্যানের হেলপার নরসিংন্দি জেলার মধ্যেনগর গ্রামের শফিকুর রহমানের ছেলে আমানউল্লাহ (৩৬) কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ বাস ও পিকাপ কাভার্ড ভ্যান আটক করেছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।