মাগুরা ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স স্টেশনের আয়োজনে ব্র্যাক ব্যাংকের ফায়ার মহড়ার কলা কৌশল প্রদর্শনের আয়োজন করা হয়। সোমবার ১৩ ডিসেম্বর সকাল ১০ টার সময় শহরের আতর আলী রোডের পাশে অবস্থিত ব্র্যাক ব্যাংক প্রধান অফিসের সামনে অগ্নিকান্ড, দূর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসার ধারণা ও অগ্নি নির্বাপণের কলা কৌশল দেখানো হয়। ফায়ার সার্ভিস এর উপপরিচালক মাসুদুর রহমান, স্টেশন অফিসার সোহাগুজ্জামান, ফায়ার ফাইটার সদস্য ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক ম্যানেজার আব্দুর রহিম উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস উপপরিচালক মাসুদুর রহমান বলেন আগুন নেভানো ও প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা প্রধান অফিসের নির্দেশ ক্রমে মাগুরা ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও অফিসার গণদের আমরা এই কলা কৌশল প্রদর্শন করে শেখানো হচ্ছে। মাগুরা ব্র্যাক ব্যাংকের ম্যানেজার আব্দুর রহিম এই গুরুত্বপূর্ণ কাজ প্রদর্শন করার জন্য মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে অশেষ ধন্যবাদ জানান।