মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের নতুন গ্রামে আজ শুক্রবার দুপুরে বজ্রপাতে রামানন্দ (৪৮) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও ৪জন শ্রমিক আহত হয়েছেন। নিহত রামানন্দ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার বাসিন্দা।মৌসুমী কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে কয়েকদিন আগে তারা মাগুরায় এসেছিলেন। অন্যদিকে সদরের রাঘবদাইড় মির্জাপুর গ্রামে বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, চারজন ব্যক্তি মৌসুমী কৃষি কাজের জন্য মাগুরা জেলার কুচিয়ামোড়া ইউনিয়নের নতুনগ্রামে পাট কাটার কাজ করছিলেন। দুপুর দুইটার দিকে প্রচণ্ড মেঘ ও বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তারা মাঠের মধ্যে এক জায়গায় কাটা পাটের ছাউনির নিচে বসে বৃষ্টি বন্ধের অপেক্ষায় ছিলেন। হঠাৎ তাদের উপর প্রচন্ড ভাবে বজ্রপাত হলে রামানন্দ সহ আরও ৪ জন আহত হন। তাদের মধ্যে বজ্রপাতে ১জন নিহত হয়েছেন । আহতদের পার্শ্ববর্তী কুল্লিয়া গ্রামের গ্রাম্য ডাক্তার রাজকুমার এর কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা করে তাকে মৃত বলে জানান।
মাগুরা সদর থানার ওসি নাসির আহমেদ জানান স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির মাধ্যমে লাশ ময়নাতদন্তের জন্য মাগুরায় আনার ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
বিকাল ৩ টায় রাঘবদাইড় ইউনিয়নের মির্জাপুর গ্রামে মাহফুজা খাতুন নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।