মালিক-রিজওয়ানকে সেমিতে পাচ্ছে পাকিস্তান – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

মালিক-রিজওয়ানকে সেমিতে পাচ্ছে পাকিস্তান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১১, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে একমাত্র অপরাজিত দল পাকিস্তান। প্রথম রাউন্ডের সবক’টি জয়েই দলের জয়ে মুখ্য ভূমিকায় ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। তবে ফাইনালে পৌঁছার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই মারকুটে ব্যাটারকে নিয়ে শঙ্কা জেগেছিল। জ্বরে আক্রান্ত হওয়ায় আজকের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

তবে অনিশ্চয়তা কাটিয়ে মাঠে নামতে প্রস্তুত মালিক-রিজওয়ান। আজ বৃহস্পতিবার ফিটনেস টেস্টে উতরে গেছেন দু’জনই। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের খেলা নিয়ে আর অনিশ্চয়তা নেই বলে জানিয়েছে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম।

error: Content is protected !!