ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পিএসএল খেলতে যাওয়ার আগে রুটিন টেস্ট করানোর পর জানা গেলো তিনি করোনায় পজিটিভ।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে সোমবার রওনা হওয়ার সূচি ছিল মাহমুদউল্লাহর। ভাইরাসে আক্রান্ত হওয়ায় বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়কের আর দেশটিতে যাওয়া হচ্ছে না।
পিএসএলের প্লে-অফে মুলতান সুলতানের জার্সিতে খেলার কথা ছিল মাহমুদউল্লাহর। সুস্থ হয়ে উঠতে না পারলে এখন নভেম্বরের মাঝামাঝিতে হতে যাওয়া বিসিবির বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলাও অনিশ্চিত।
এদিকে গত দুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে ফেরা সাকিব আল হাসানও করোনা পরীক্ষা করিয়েছিলেন। আজ রবিবার তার ফল নেগেটিভ এসেছে।