আওয়ামী লীগের সদ্য প্রয়াত নেতা ও সাবেকমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দলের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলায় ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার প্রিয় নেতার মৃত্যু সংবাদ তার জন্মভূমি সিরাজগঞ্জে পৌঁছার পরই জেলা আওয়ামী লীগ নেতারা জরুরি সভায় মিলিত হন। সভা শেষে এ শোক কর্মসূচি ঘোষণা করা হয়।
জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জামান আলো জানান, সিরাজগঞ্জের কৃতি সন্তান আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য শহীদ এম মনসুর আলীর সন্তান সাবেক মন্ত্রী, জাতীয় নেতা মোহাম্মাদ নাসিম এমপি’র মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ পরিবার গভীরভাবে শোকাহত।
মরহুম নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৭ দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে জেলা, উপজেলাসহ সকল ইউনিট কার্যালয়ে আগামী ৭ দিন জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করবে। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগামী তিনদিন কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ঘোষিত কর্মসূচি মাইকযোগে জেলা ও উপজেলা পর্যায়ে প্রচার করা হচ্ছে।
স্বাস্থ্যবিধি মেনে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সিরাজগঞ্জ জেলার সব ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে লিখিত বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসপান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য্য, সংরক্ষিত আসনের সাবেক নারী এমপি সেলিনা বেগম স্বপ্না, পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগ, সিরাজগঞ্জ প্রেসক্লাবসহ নানা শ্রেণিপেশার মানুষ ও সংগঠন।