যশোর জেলা ম্যাক্সি রাইডার চ্যাম্পিয়ান ও হিউম্যান হলার (থ্রী হুইলার) মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কেশবপুর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বাসুদেব মিত্র, বাংলাদেশ পরিবহন শ্রমিক সংস্থা ২২৭ এর সহ সাধারণ সম্পাদক এস এম মুজিবুর রহমান, যশোর জেলা জাতীয় শ্রমিকলীগের সহ সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান ও জাতীয় শ্রমিক লীগনেতা মুনছুর আলী। সভায় সর্বসম্মতি ক্রমে আয়ুব হোসেনকে সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও ফিরোজ আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে যশোর জেলা ম্যাক্সি রাইডার চ্যাম্পিয়ান ও হিউম্যান হলার (থ্রী হুইলার) মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে।