রাজশাহী রেল স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে টিকিট কাটার পরও যাত্রীদের হয়রানি পিছু ছাড়ছে না। রাতে ধুমকেতু ট্রেনের ওঠার পর বেশ কয়েকজন যাত্রী দেখতে পান তার নির্ধারিত আসনে অন্য যাত্রী।
উভয়েই টিকিট মিলিয়ে দেখেন একই আসনের টিকিট দুজনের হাতেই। এমন ঘটনা ২১ মার্চ ধুমকেতু ট্রেনের কেবিনসহ বেশকিছু কামড়ায় ঘটেছে।
এই ঘটনার পর ট্রেনের বার্থে যারা আরামে ঘুমিয়ে যেতেন তাদের আরাম হারাম হয়ে যায়। রাতভর তাদের বসে কাটাতে হয়েছে। অসুস্থ এক যাত্রী এই ঘটনায় চরম বিপাকে পড়েন। এসি চেয়ার কোচেও একাধিক ব্যক্তি ভোগান্তির শিকার হয়েছেন। একই আসনে একাধিক যাত্রী কিভাবে বসে যাবেন?একই আসনের অনুকূলে একাধিক টিকিট যেমন দেয়া হয়েছে তেমনি ক্যাবিনের টিকিটের দাম লেখা রয়েছে ১৩৭৬ টাকা। অথচ টিকিটের প্রকৃত দাম ১২২৩ টাকা। এভাবে যাত্রীদের ভয়াবহ হয়রানির মুখে টিকিট দেয়ার আগে একই নাম্বারের টিকিট রেলের কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসেনি কেন? টিকিটের দাম বেশি লেখাটাও কারো নজরে আসেনি। যা অত্যন্ত দুঃখজনক।
রাজশাহী রেল স্টেশনে বুকিং সহকারী, স্টেশন ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা কিভাবে দায়িত্ব পালন করেন সেটাই প্রশ্ন। একই আসনের অনুকূলে একাধিক টিকিট বিক্রির টাকা কারো পকেটে গেছে কিনা সেটাও খতিয়ে দেখা প্রয়োজন।