Dhaka ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো গাইনী বিভাগের অপারেশন থিয়েটার 

রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর ফের চালু হলো গাইনী বিভাগের অপারেশন থিয়েটার। সরকারি হাসপাতালে অপারেশন থিয়েটার দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়ায় এই উপজেলার মানুষের ভোগান্তি অনেকটা লাঘব হবে। একই সাথে বিনামূল্যে যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা পাবেন রোগীরা।
রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০ টায় সময় মোহনপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রুমা বেগম নামের এক নারীর (সন্তান প্রসব) অপারেশন করা করা হয়েছে। মা ও মেয়ে সুস্থ রয়েছেন। এই অপারেশন করেছেন গাইনী বিশেষজ্ঞ ডাক্তার খাদিজা খাতুন। সহযোগিতা করেন ডাক্তার ফাইরুজ পারভিন তানিয়া, ডাক্তার কাকলী ও আলী চৌধুরী।হাসপাতাল সূত্রে জানা গেছে, অপারেশন থিয়েটারটি দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়। ফলে উপজেলার বৃহৎ জনগোষ্ঠী দীর্ঘদিন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত থাকে। বিশেষ করে গরীব মানুষ চরম ভোগান্তিতে পড়ে।সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারটি পুনরায় চালু হওয়ায় উপজেলার মানুষ উপকৃত হবে বলে জানান, রুমা বেগমের স্বামী দেলোয়ার হোসেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার আমার স্ত্রী রুমার সমস্যা হলে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা আগ্রহসহকারে তাকে দেখেন। শনিবার স্ত্রী রুমাকে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। রোববার সকাল সাড়ে ১০ টায় সময় অপারেশন করা হয়েছে। মেয়ে সন্তানের জন্ম হয়েছে। মা-মেয়ে দুজনই সুস্থ রয়েছেন। বিনা খরচে অপারেশন করতে পারায় তিনি অত্যন্ত খুশি।দীর্ঘ এক যুক বন্ধ থাকার পর অপারেশন থিয়েটার চালু করায় সহযোগিতা করেন মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল কবীর। এবিষয়ে তিনি বলেন, হাসপাতালের আউটডোর স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি আপাতত সপ্তাহে ২/৩ দিন অপারেশ থিয়েটারের কার্যক্রম চলমান থাকবে। গাইনোকোলজিক্যাল (সন্তান প্রসব) অপাশেন করার পাশাপাশি অর্থোপেডিক বিভাগের ছোটখাট অপারেশনও করা হবে। পরবর্তীতে আরো জনবল পেলে এটি প্রতিদিন চালু রাখা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

admin

জনপ্রিয়

মাগুরায় আরাফাত রহমান কোকোর ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত।

error: Content is protected !!

রাজশাহীর মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো গাইনী বিভাগের অপারেশন থিয়েটার 

Update Time : ০৩:২৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর ফের চালু হলো গাইনী বিভাগের অপারেশন থিয়েটার। সরকারি হাসপাতালে অপারেশন থিয়েটার দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়ায় এই উপজেলার মানুষের ভোগান্তি অনেকটা লাঘব হবে। একই সাথে বিনামূল্যে যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা পাবেন রোগীরা।
রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০ টায় সময় মোহনপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রুমা বেগম নামের এক নারীর (সন্তান প্রসব) অপারেশন করা করা হয়েছে। মা ও মেয়ে সুস্থ রয়েছেন। এই অপারেশন করেছেন গাইনী বিশেষজ্ঞ ডাক্তার খাদিজা খাতুন। সহযোগিতা করেন ডাক্তার ফাইরুজ পারভিন তানিয়া, ডাক্তার কাকলী ও আলী চৌধুরী।হাসপাতাল সূত্রে জানা গেছে, অপারেশন থিয়েটারটি দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়। ফলে উপজেলার বৃহৎ জনগোষ্ঠী দীর্ঘদিন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত থাকে। বিশেষ করে গরীব মানুষ চরম ভোগান্তিতে পড়ে।সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারটি পুনরায় চালু হওয়ায় উপজেলার মানুষ উপকৃত হবে বলে জানান, রুমা বেগমের স্বামী দেলোয়ার হোসেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার আমার স্ত্রী রুমার সমস্যা হলে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা আগ্রহসহকারে তাকে দেখেন। শনিবার স্ত্রী রুমাকে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। রোববার সকাল সাড়ে ১০ টায় সময় অপারেশন করা হয়েছে। মেয়ে সন্তানের জন্ম হয়েছে। মা-মেয়ে দুজনই সুস্থ রয়েছেন। বিনা খরচে অপারেশন করতে পারায় তিনি অত্যন্ত খুশি।দীর্ঘ এক যুক বন্ধ থাকার পর অপারেশন থিয়েটার চালু করায় সহযোগিতা করেন মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল কবীর। এবিষয়ে তিনি বলেন, হাসপাতালের আউটডোর স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি আপাতত সপ্তাহে ২/৩ দিন অপারেশ থিয়েটারের কার্যক্রম চলমান থাকবে। গাইনোকোলজিক্যাল (সন্তান প্রসব) অপাশেন করার পাশাপাশি অর্থোপেডিক বিভাগের ছোটখাট অপারেশনও করা হবে। পরবর্তীতে আরো জনবল পেলে এটি প্রতিদিন চালু রাখা হবে।