
আজ রাজশাহীর তানোর উপজেলা মহিলা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা,তানোর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এম পি মহোদয় এর পক্ষে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না ও বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামনিক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি সোনিয়া সরদার এবং তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক প্রদীপ সরকার প্রমুখ।