রাজশাহী শিক্ষাবোর্ডে এবছর পাসের হার ৯৪.৭১ শতাংশ – magurarkotha.com

রাজশাহী শিক্ষাবোর্ডে এবছর পাসের হার ৯৪.৭১ শতাংশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩০, ২০২১

রাজশাহী শিক্ষাবোর্ডে এবছর পাসের হার ৯৪.৭১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন।
চলতি বছর রাজশাহী বোর্ডের অধীনে ২৬৬৭টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৮ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৯৫ হাজার ৪০৬ জন। এরমধ্যে শতভাগ পাশ করেছে ৩৯৮টি স্কুলের পরীক্ষার্থী।
পাশের হার ও জিপিএ’তে দুভাবেই ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা । ছাত্রদের পাশের হার ৯৪.০৪ শতাংশ ও ছাত্রীদের পাশের হার ৯৫.৪৬ শতাংশ। ছাত্র জিপিএ ৫ পেয়েছেন ১২ হাজার ৯৭০ জন। ছাত্রীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৭৩৯ জন। অটোপাশের তুলনায় মেধা যাচাইয়ের মাধ্যমে মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করায় খুশি শিক্ষার্থীরা। তবে ফলাফল আশানুরুপ করলেও ভালো শিক্ষার্থী জীবনের পরবর্তী ধাপে ভালো কলেজে ভর্তি হওয়া নিয়ে শঙ্কায় তারা।প্রসঙ্গত, গত বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাশের হার ছিল ৯০ দশমিক ৩৭। সেই হিসেবে পাশের হার বেড়েছে ৪ দশমিক ৩৪ শতাংশ।  গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।
error: Content is protected !!