“এক পেট আহার অত:পর হাসি”
অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে “এক পেট আহার অত:পর হাসি” এর পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক,মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে শালিখা উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে ৩০০ জন অসহায়, দু:স্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামাল হোসেন উপজেলা চেয়ারম্যান শালিখা মাগুরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার জনাব হরেকৃষ্ণ অধিকারী।
এ সময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন যে, অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণের এই কার্যক্রমটি খুব দ্রুতই মাগুরা জেলার সবকয়টি উপজেলায় চালু করা হবে এবং পরবর্তীতে ইউনিয়ন পর্যায়েও এই উদ্যোগটি ছড়িয়ে দেয়া হবে। এছাড়া, তিনি সমাজের বিত্তবান মানুষদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসারও আহবান জানান।