শ্যামনগর উপজেলার কালিঞ্চী গ্রামের ঘেরের জমিকে কেন্দ্র করে শেখ আবু জাফর দিং (৪৫), পিতা মৃত শেখ মোহাম্মাদ আলি সং ধাপুয়ারচক, শ্যামনগর, সাতক্ষীরা থানায় অভিযোগ করেন বিবাদী মোঃ ফারুক বরকন্দাজ (৩৮) পিতা মৃত ফজের আলি বরকন্দাজ সং দুরমুজখালী, শ্যামনগর, সাতক্ষীরা কোর্টের ১৪৫ ধারা অমান্য করে তার ভোগ দখলীয় ঘেরের জমিতে বল প্রয়োগ করে বাঁধ নির্মাণ করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘেরে ভিতরে বাঁধের কাজ হয়েছে।
প্রত্যক্ষদর্শী অত্র এলাকার ইমাম মান্নান গাজী জানান, আজ সকালে ফারুকের ২৫-৩০ জন লোক ঘেরের বাঁধের কাজ করেছে। এ বিষয়ে ঘেরের কর্মচারী ইয়াছিন বলেন, আগের দিন বিকালে ফারুক তার লোকজন নিয়ে ঘেরের পাশে ঘোরা ঘুরি করতে থাকে। পরদিন সোমবার সকাল থেকে ২৫-৩০ জন লোক ঘেরে কাজ করতে থাকে। আর এক প্রত্যক্ষদর্শী বাচ্চুর বৌ জানান, ফারুক বরকন্দাজের লোকজন ঘেরে ভেড়ির কাজ করেছে।
অভিযোগের বিষয়ে বিবাদী মোঃ ফারুক বরকন্দাজের কাছে মুঠোফোনে জানতে চাইলে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে তিনি বলেন, তিনি ১৪৫ ধারা করেছেন এবং জমির দখল বজায় রাখতে তিনি বাঁধ নির্মাণ করেছেন। রিপোর্টার কোর্টের আদেশ অমান্য করা হয়েছে কিনা জানতে চাইলে এ্যাড. মোঃ ফারুক বরকন্দাজ জানান তিনি কোন কোর্টের আদেশ আবমাননা করেননি।
অভিযোগের তদন্ত করতে যাওয়া এসআই মোস্তাফিজুর রহমান এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোঃ ফারুক বরকন্দাজ কয়দিন আগে থানায় একটি অভিযোগ দায়ের করেন কিন্তু বিবাদীর সাথে কয়েক দফা বসাবসির ব্যবস্থা করা হলেও তিনি উপস্থিত হননি। ০১/০৪/২০২১ তারিখে পি মামলা নং – ৬৩০/২১(শ্যাম:), আদেশ নং -০১, স্মারক নং-৮১০/ ক্রি:, ধারা ফোঃ কাঃ বিঃ- ১৪৫ এর নোটিশ আনলে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ঘেরে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিই। আজ ০৫/০৪/২০২১ তাং সকালে অভিযোগের প্রেক্ষিতে ঘটনা স্থলে গিয়ে এর সত্যতা পাই।
সূত্রমতে জানা যায়, এর আগে ফারুক বরকন্দাজের পিতা একাধিক বার কোর্টে মামলা হারেন। ফারুক বরকন্দাজ উক্ত জমিতে কোন রেকর্ড পাননাই। তবুও তিনি জবর দস্তি মূলকভাবে জমি দখলের পায়তারা করছেন।