নিজস্ব প্রতিবেদক,শ্যামনগর।। শ্যামনগরের বংশীপুরে বিধিবহির্ভূতভাবে হাসপাতাল পরিচালনা করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটি বন্ধ করে দিয়েছে এবং ক্লিনিকের পরিচালককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।ক্লিনিকটির নাম বংশীপুর জননী নার্সিংহোম।
আজ সোমবার সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সার্বিক তত্বাবধানে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর-ভেটখালী মেইন রোড সংলগ্ন অবস্থিত জননী নাসিংহোম ক্লিনিকটি মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়ে অবৈধভাবে গোপাল চন্দ্র মন্ডল পরিচালনা করে আসছিলেন। এ সময় ডাঃ অজয় কুমার সাহা, UH&FPO শ্যামনগর, সাতক্ষীরাসহ সংশ্লিষ্ট ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জি. এম. শোকর আলী ও সঙ্গীয় ফোর্স স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে জননী নাসিংহোমের পরিচালক গোপাল চন্দ্র মন্ডলকে ভূয়া ডাক্তার পরিচয় দেয়ার কারণে মেডিকেল ও ডেন্টিস কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারায় সেই সাথে মেডিকেল প্রাকটিস এবং বে- সরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি ( নিয়ন্ত্রণ) আইন, ১৯৮২ সালের ৮ ও ৯ এর (চ) (ছ) ধারার বিধানমতে ২৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় একই সাথে ক্লিনিকটি বন্ধ করে দেয়া হয়েছে।